নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ তানিম রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় দৈনিক ইনকিলাব নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন খোকন, দৈনিক সমকাল প্রতিনিধি তবিবুর রহমান টিপু, জাগো নিউজ জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, দৈনিক নবচেতনা প্রতিনিধি মেছবাহ উদ্দিনসহ উপজেলার প্রিণ্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও তানভীর ফরহাদ শামীম নিজের পরিচয় উপস্থাপন করেন এবং সকলের সাথে পরিচিত হন এবং এ উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ আহŸান করেন। পরে তিনি সকলের দেয়া পরামর্শ অনুযায়ী সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন।