দেশের অর্থায়নে নির্মিত কোন স্থাপনা বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদ। এখনও আওয়ামী দোসররা নানাভাবে বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে সে ষড়যন্ত্র না থামলে দেশের অর্থনীতি হুমকীতে পড়বে। চট্টগ্রাম বন্দরের এক ইঞ্চি জায়গা বেসরকারীকরণ চলবে না। কারণ, দেশের আমদানী রপ্তানীর ৯২% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর থেকে। তিনি আরো বলেন, কাস্টমসের অকশনে বন্দরের বিশাল জায়গা অব্যবহৃত হয়ে পড়ে আছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের এনসিটি ও ওভার ফ্লো কন্টেইনার ইয়ার্ডসহ লালদিয়ার চর বেসরকারীকরণের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সাবেক সিবিএ এর সহ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির এসব কথা বলেন। প্রতিবাদ মিছিলটি বন্দর রিপাবলিক ক্লাব থেকে শুরু করে কাস্টম ভবনের সামনে এসে শেষ হয়। সাবেক সিবিএ এর সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রমিক দলের বিভাগীয় নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম রিংকু, সাবেক সদস্য- আবুল কালাম আজাদ, বাছির ভুঁইয়া, মিনহাজ উদ্দিন আহমদ, শেখ ছানোয়ার, শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন, দিদারুল আলম, সমন্বয়ক- শফিকুল ইসলাম, নুর আহাম্মদ, মোঃ টিটু, সরওয়ার লাভলু, মোস্তফা চৌধুরী, নাছির উদ্দিন, মোঃ ইউছুফসহ শত শত নেতৃবৃন্দ ও শ্রমিকরা সমাবেশে উপস্থিত ছিলেন।