ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতি ও গড়াই নদীতে গ্রামবাংলার মানুষের আনন্দ উপভোগ করার জন্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার আড়পাড়া ইউনিয়ন এবং কামারখালী ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ এলাকা ঘুরে দেখা যায়, মাঝি মাল্লার গানের তালে তালে মধুখালী উপজেলার মধুমতি ও গড়াই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচ দেখতে আসা মধুমতি ও গড়াই নদীর দুইপাড়ে মধুখালী উপজেলার নারী-পুরুষ ছাড়াও আশপাশের কয়েক উপজেলার হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। মধুমতি ও গড়াই নদীতে নৌকা বাইচের আয়োজন করায় নদীর দুইপাড়ের আড়পাড়া , কামারখালী ডুমাইন ইউনিয়নের মানুষ সহ মাগুরা জেলার রাজধরপুর, মাঝাইল, মান্দারতলা গ্রামে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গেছে। বাইচে ৫টি নৌকাকেই কমিটির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। নৌকাগুলো হলো বীর হনুমান, পবনগতি , মায়ের দোয়া, আতিকের নৌকা এবং করিম মন্ডলের নৌকা। নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এর পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান । বাইচ প্রতিযোগিতায় আড়পাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক এহিয়া হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল কাসেম আবুল, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, সমাজসেবক ও বিএনপি নেতা কাজী মামুন হোসেন সহ মধুখালী উপজেলা সহ আড়পড়া ও কামারখালী ইউনিয়ন বিএনপি নেতাকর্মী বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা ও সঞ্চালনায় ছিলেন মধুখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিল্টন, বাধন মন্ডল, ওমর ফারুক প্রমুখ। বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন আনিসুর রহমান, মুজিব হোসেন চৌধুরী তুরান, রিপন হোসেন মোল্যা, খলিলুর রহমান মোল্যা, দাউদ শেখ, তোফাজ্জ্বেল হোসেন মন্ডল প্রমুখ। ধন্যবাদন্তে কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার পুলিশ ফোর্স । পরিশেষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠান শেষ হয়।