দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, সবার জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, ও পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় নিরালা মোড় শহীদ মিনারের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসুচী পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় আমরা এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ উৎস ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫শ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একই ভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমরা মাধ্যমিক শিক্ষাকে অতি দ্রুত জাতীয় করণের দাবি জানাচ্ছি। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা মীর মোঃ আশরাফ হোসেন, সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ধনবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম মাসুদ কবীর প্রমূখ। এছাড়া প্রতিটি উপজেলার সভাপতি/সম্পাদক মানববন্ধনে উপস্থিত ছিলেন।