সিলেটে ৪ দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিরাজিত সমস্যাদির সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর অসঙ্গতি সংশোধনপূর্বক গেজেট প্রকাশে অস্বাভাবিক কালক্ষেপণের প্রতিবাদে তারা এই প্রতিবাদ সমাবেশ করে। গত মঙ্গলবার সকালে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা কমিটির সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন। আইডিইবি সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, জেলা কাউন্সিলর প্রকৌশলী মো. আব্দুর রহিম, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী উজ্জ্বল বখত, প্রকৌশলী মো. সাইদুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মঈনুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জাকারিয়া, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সালাহ উদ্দিন আহমদ, প্রকৌশলী মো. হাসানুজ্জামান চৌধুরী সোহেল, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাছাপ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সীমান্ত ঘোষ প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।