দিনাজপুর ফুলবাড়ী-বিরামপুর জয়নগর এলাকায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সতিমিতি-২ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ ফেব্রুয়ারি) সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিরামপুর চন্ডিপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিস্টদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পবিস পরিচালক উত্তরঞ্চল আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, নবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সমিতি বোডের সভাপতি গোলাম কাইসার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
অভিযোগ প্রতিকার বিষয়ে গ্রহকের মধ্যে থেকে অনেকেই অনেক অভিযোগ করেন। এসময় দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুমনা আক্তার লাবণী বলেন, সকাল ১০ টার দিকে স্কুলে গেলে বিদ্যুৎ থাকে না, ক্লাস পিরিয়ডে বিদ্যুৎ থাকে না, লেখা পড়ার সময় অনেক সমস্যায় পরতে হয় বলে জানান স্কুল ছাত্রী।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম,ডিজিএম,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সিনিয়র সহ-সভাপতি হাফিজ সরকার, ব্যাংক প্রতিনিধি, ঠিকাদার প্রতিনিধি, ব্যবসায়ী, আবাসিক গ্রহক, ব্যানিজিক গ্রহক, সেচ-গ্রাহক, শিক্ষক-শিক্ষিকা, স্কুলের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।