প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের আয়োজনে মঙ্গলবার দিনাজপুরের বিরল কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে বসন্ত উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও লোকসঙ্গীতের মধ্যদিয়ে পহেলা ফাল্গুনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি লোককবি এম, এ কুদ্দুস সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোককবি ক্ষিতীশ চন্দ্র সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্ট, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-২৯৩৬) ও বিরল প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষণ রায় ও ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল ইমরান সানমুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে উৎসব অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সহ মহিলা সম্পাদিকা লোককবি মালতি রানী সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল ফোরকান আলী প্রধান, সদস্য লোককবি ইতি রাণী সরকার, দিতি সরকার, সাথী সরকার, জিসান দেবনাথ, লিটন সিংহ, বাউল রাজকুমার রায়, বকুল সরকার, বিপ্লব মোহন্ত, পলাশ রায়, সুমি সরকার, সাজু, উকিল চন্দ্র, জোনাকু বাঁশমালি, পবিত্রসহ স্থাণীয় শিল্পীবৃন্দ। যন্ত্র শিল্পীদের মধ্যে ছিলেন, বাঁশিতে মধাব ও দুর্জয়, বাংলা ঢোলে জ্যোতি রাজ ও ধীরেন ভুঞ্জার, কীবোর্ডে মতিউর রহমান ও প্রশান্ত এবং জুরিতে পলাশ।