ময়মনসিংহের ত্রিশালে অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ওসি মাইন উদ্দিনের নেতৃত্বে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের অংশে অভিযান চালানো হয়।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।এ ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের নেতৃত্বে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছেন ত্রিশাল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ টিম। এর আওতায় মোটরসাইকেলে হেলমেট না পরা এবং ট্রাফিক আইন অমান্য করায় প্রায় শতাধিক চালককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সারাদিন দরিরামপুর বাসস্ট্যান্ড মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় হেলমেট না পরায় এবং ট্রাফিক আইন অমান্য করায় মামলা ও জরিমানা করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান,আমরা মোটরসাইকেলের ব্যাপার অভিযান চালাচ্ছি। বেশির ভাগ মোটরসাইকেলের চালককে দেখা যায় যে তারা হেলমেট ছাড়াই চালায়।
এটা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ।সবাইকে সচেতন করছি। যাদের কাগজপত্র ও হেলমেট নাই তাদেরকে আমরা আটক করছি এবং মামলা দিচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কোনো ছাড় দেয়া হবে না।এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।