দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ উপজেলার সংসদীয় এলাকার জনসংগঠন ঐক্য পরিষদ ও আদিবাসি নারী ঐক্যজোট এর আয়োজনে চলমান ভুমি জরিপে আদিবাসীদের ভুমি জরিপ সংক্রান্ত (সঠিকভাবে নাম লিপিবদ্ধ করার দাবিতে) বিষয়ে সহকারি সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় সোমবার বেলা ১১ টায় বিরল প্রেস ক্লাবের হলরুমে দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ উপজেলার সংসদীয় এলাকার জনসংগঠন ঐক্যপরিষদের সভাপ্রধান মানিক অধিকারী এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার জাকির হুসেন পাঠান, বিশেষ অতিথি প্রেস ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস, সাধারন সম্পাদক মতিউর রহমান।
এছাড়াও আদিবাসি সংগঠনের সভাপতি হারুন এক্কা, কড়া সম্প্রদায়ের নেতা কৃষ্ণ কড়া, কিনা কড়া প্রমুখ চলমান ভুমি জরিপ সম্পর্কে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, মোজাম্মেল হক শামু, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী, আতিউর রহমান, সুবল চন্দ্র রায় সহ জন সংগঠন ঐক্য পরিষদ, আদিবাসি নালী ঐক্যজোটের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।