দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে আটককৃত মাদকদ্রব্য ধ্বংসকরণ।
আজ (১২ ফেব্রুয়ারী) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯ বিজিবি) সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ” জিরো টলারেন্স ” নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধ পরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।
গত ৮ মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে ফুলবাড়ী (২৯ বিজিবি) , যার মূল্য ২ কোটি টাকা। আটকৃত মাদকদ্রব্য ভারতীয় ফেনসিডিল ১৫.০৮৮ বোতল, এমকেডিল ১২০৩ বোতল, ইয়াবা ট্যাবলেট ৩৯২২ পিস, গাজা ৬৩.২ কেজি, বিদেশী মদ ১২৭২ বোতল, দেশী মদ ৫৪.২৫ লিটার,বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ২০.১৬৪ পিস,যৌন উত্তেজনা সিরাপ ৪৫,৭৫৩ বোতল, হিরোইন ০.০১৭ কেজি এবং ০.০০২ কেজি আফিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত কমিটির মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি, দিনাজপুর-৫।
এছাড়াও উপস্থিত ছিলেন, কর্নেল আনোয়ার লতিফ খান, বিপিএম(বার),পিএসসি,ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদর দপ্তর রংপুর,সেক্টর কমান্ডার দিনাজপুর, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দিনাজপুর, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর, উপ-কমিশনার কাষ্টম এক্সাইজও ভ্যাট বিভাগ দিনাজপুর অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ,স্থানীয় প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ, গণমাধ্যম ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া র প্রতিনিধি শিক্ষার্থীবৃন্দ মাদকদ্রব্য ধ্বংসকরণ আনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লে কর্নেল আলমগীর কবির, পিএসসি, অধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।