দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কে সামনে রেখে ব্যাপক সাজ-সজ্জায় রাঙিয়ে তোলা হয়েছে।
১১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন,জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।
এ উপলক্ষে চলছে নানা প্রস্তুতি,চোখ ধাঁধাঁনো আলোক সজ্জা আর নানা রকম ব্যানার ফ্যাস্টুন। বিদ্যালয়ের প্রবেশ দারে বানানো হয়েছে একটি ফটক। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে সুদৃশ্য একটি শতবর্ষের স্মৃতি স্তম্ভ। উদযাপনের দিন সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী থাকছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে পুরো বিদ্যালয়কে সাজানো হয়েছে চোখ ধাঁধাঁনো আলোক সজ্জায়।শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। দিন-রাত চলছে শোভাবর্ধনের কাজ।
বিদ্যালয়ের শতবর্ষী এস এস সি ২০২০ ব্যাচের শিক্ষার্থী শাহারিয়ার আহম্মেদ তন্ময়,সালেহীন দিপ্ত,শিহাব শাহরিয়ার,দেবাশিষ সরকার সঞ্জু সহ অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের মুখ থেকে শোনা যায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্টান স্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়টির শতবর্ষ উদযাপনের জন্য সাবেক শিক্ষার্থী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন কে আহবায়ক ও সাবেক শিক্ষার্থী পৌর মেয়র মাহমুদ আলম লিটন কে সদস্য সচিব করে গঠিন করা হয়েছে উদযাপন কমিটি,তারাসহ কমিটির অন্য সদস্য সবকিছু দেখভাল করছেন।
কমিটির আহ্বায়ক আতাউর রহমান মিন্টন বলেন, বিদ্যালয়টি ১৯৬৮ সাল থেকে আজ পর্যন্ত অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা শতবর্ষ অনুষ্ঠানের জন্য রেজিস্টেশন করেছে। শতবর্ষ উদযাপনের মধ্যদিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মহামিলন মেলায় পরিণত হবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানটি সকল শিক্ষার্থীদের জীবনে স্মৃতি হয়ে থাকবে।
উল্লেখ্য ১৯২০ সালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়,২০২০ সালে বিদ্যালয়টির বয়স শত বছর পূর্ণ হলেও,করোনা প্রদুর্ভাবের কারনে বিদ্যালয়ের শত বছর উদযাপন পিছিয় যায়,বর্তমানে সবকিছু স্বাভাবিক হওয়ায় এই আয়োজন ।
এদিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য গৌরবের শতবর্ষ উদযাপনের বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে ফুলবাড়ীসহ আশপাশের উপজেলায়।