‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ‘‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩” পালিত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে জাতীয় গ্রন্থাগার দিবসের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। পরে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রন্থাগারের ভূমিকা ও করনীয়” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার মোঃ আরিফুজ্জামান এর অতিরিক্ত সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা গ্রন্থাগারের সরকারি লাইব্রেরীয়ান মাহবুবা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, প্রভাষক অধ্যাপক মাসুদুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিকা আক্তার প্রমূখ।