চট্টগ্রাম জেলা আদালতে ৬০জন আইন কর্মকর্তা যোগদান। চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভপতিত্বে জেলা জজ কনফারেন্স হলে নতুন নিয়োগ প্রাপ্ত ৬০জন আইন কর্মকর্তার যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র জেলা জজ জনাব আজিজ আহমেদ ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি। অনুষ্ঠান পরিচলনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকউটর জনাব আজহারুল হক, সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমেদ ভূঁঞা বলেন- সরকারী আইন কর্মকর্তাগণ বিচার ব্যবস্থার গুরত্বপূর্ণ অংশ। ন্যায় নিষ্ঠা ও দক্ষতার সাথে আইন কর্মকর্তাদের কাজ করতে হবে, তিনি বলেন- বিচার ব্যবস্থায় মামলার জট আমাদের জন্য বেদনাদায়ক বিষয় যে কোন মূল্যে মামলার জট কমাতে হবে এই কাজে রাষ্ট্র পক্ষ এবং প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। পক্ষগণ আপোষে মামলার প্রত্যাহার করতে উৎসাহ হলে বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। বিচার প্রার্থী জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়া তাদের সাংবিধানিক অধিকার কোনো অবস্থাতে এই অধিকার থেকে তাদের বঞ্চিত করে যাবে না। বিশেষ অতিথির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি বলেন- বিচার ব্যবস্থা স্বাধীনভাবে থেকে বিচার করার কাজ করছে। দেশ বাসীর বিচার ব্যবস্থার উপর আস্থা আছে এই আস্থা আমাদের রক্ষা করতে হবে। বেঞ্চ এবং বারের আন্তরিকতায় আমরা মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারবো, যোগ্য ব্যাক্তিদের যোগ্য স্থানে পদায়ন করার মাধ্যমে প্রাপ্তি অধিকার নিশ্চিত করা যাবে। এ দেশে অধিকাংশ মানুষ শান্তি প্রিয়, গুটি কয়েক দুষ্ট প্রকৃতির লোক সমাজে অস্থিরতা করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করে সমাজে শান্ত পরিবেশ বজায় রাখতে হবে। সভাপতির বক্তব্যে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন- বিচার ব্যবস্থাকে গতিশীল ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কাজে আমাদের সরকারি আইন কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে। জোর করে সাজা দেওয়া বা কাউকে আটক রাখা আমাদের কাজ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় যোগ্যতার সাথে কাজ করতে হবে। সভায় সকল আইন কর্মকর্তাদের পরিচয়পত্র বিতরন করার মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত হয়। নবাগত আইন কর্মকর্তাদের বিভিন্ন আদালতে দায়িত্ব বণ্টন করা হয়।
///