২০২২-২০২৩ সালের কৌশল পরিকল্পনা কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, জনপ্রতিনিধি ও অংশীজনদের অংশগ্রহণে শুদ্বাচার সভা গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম এলজিইডি ভবনস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এলজিইডি’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এনামুল হক (পিইজে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায় প্রকৌশলী তোফাজ্জল আহমদ, রাঙ্গামাটি অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী আব্দুর রশিদ, নির্বাহী প্রকৌশলী হাসান আলী। অনুষ্ঠানে কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলীগণ ও উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি সহ ভার্চূয়ালী যুক্ত হয়ে তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য নির্বাহী প্রকৌশলীদের তদারকি বাড়ানোর জন্য মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ তাদের মতামত ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে কর্মকান্ডের সুফল জনগণের দোর গোড়ায় পৌঁছানোর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে নির্মাণ সামগ্রী ও শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির কারণে প্রকল্প বেড়ে গিয়েছে। যার কারণে কাজের মান অক্ষুন্ন রেখে সঠিক সময়ে কার্য সম্পাদন সম্ভব হচ্ছে না। এতে করে জনগণের ভোগান্তি বৃদ্ধি পায়। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করার স্বার্থে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
///