ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ডিসেম্বর) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এ ডাকাতী কালে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ সহ বিপুল পরিমান স্বর্নালংকার ও দামী জিনিসপত্র লুটে নিয়েছে।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু ঢাকায় থাকায় তার স্ত্রী রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা খানম একা বাসায় ছিলেন।
মাহামুদা খানম বলেন, প্রতি দিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক পৌনে দুই টার দিকে আমার গলায় থাবা দিলে আমি চিৎকার করে উঠে দেখি রুমে লাইট জ্বলে। ৭/৮জন লোক তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমাকে হত্যার হুমকি দেয়।
এক পর্যায়ে দূর্বৃত্তরা আমার হাত-পা ও মুখ বেধে ফেলে আমাকে সামান্য মারধর করলে আমি আলমারির চাবি দিয়ে দেই। এরপর বাসায় থাকা নগদ ৫০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণ অলংকার ও দামীও কয়েকটি ঘড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে চলে যায়।
লাইটের আলোতে মুখোশ পরা ডাকাতদের তিনি দেখতে পায় ও তাদের সকলের বয়স আনুমানিক ২০/২২ বছরের মধ্যে হবে বলে জানান।
মঙ্গলবার সকালে ডাকাতির খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার(রাজাপুর) সার্কেল মোঃ মাসুদ রানা সহ রাজাপুর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থান
পরিদর্শন করেছেন।