আশপাশের ইউনিয়ন কিংবা উপজেলা সদর থেকে উলানিয়া গিয়ে কোন নাশকতা চালালে তাকে দল থেকে বহিস্কার করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। শনিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন হাইস্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ হুশিয়ারি দেন তিনি। এসময় তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ নৌকা থেকে বিজয়ী হয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হওয়া সত্বেও বার বার স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিরুদ্ধচারণ করেন। এমনকি নৌকার বিজয় রিটানিং অফিসারকে দিয়ে পাল্টিয়ে দেয়ার অভিযোগও তোলা হয় সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে। তালুকদার ইউনুস বলেন, খোরশেদ আলম ভুলু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হওয়া সত্বেও অগঠনতান্ত্রিকভাবে নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছে। এসময় আগামী ১০ ডিসেম্বর উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম জামাল মোল্লাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান রোমান মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুনছুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নাইমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি পারভেজ চান, সাবেক ছাত্রনেতা তারেক বিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে বিকেলে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আব্দুল হালিম চৌধুরী মিলনের সমর্থনে লালগঞ্জে বিজয় সভায় এসব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।