নরসিংদীর মাধবদীর রংপুর কুরের পার এলাকার জনগনের চলাচলের রাস্তাটি বেদখলের প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছে।
রংপুর এলাকার প্রভাবশালী একটি পরিবার হঠাৎ করেই রাস্তাটি নিজেদের দখলে নিয়ে জনগনের চলাচল বন্ধ করে দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
রবিবার (২৬ জুলাই) দুপুরে রংপুর কুরের পার রাস্তার দাবিতে অবরুদ্ধ হয়ে পরা শতেক পরিবারসহ এলাকাবাসী এ মানববন্ধন করেন।
তারা অবিলম্বে সরকারি এ রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। এলাকাবাসীর অভিযোগ রংপুর কুরের পার গ্রামের যান চলাচলের রাস্তাটির একটি অংশ হঠাৎ করেই এলাকার প্রভাবশালী আলী আকবর,মুক্তব, আব্দুল, রাস্তার ওপর বাঁশের বেড়া পাকা দেয়াল তুলে বন্ধ করে দেয়। এতে ওই এলাকার শতেক পরিবারসহ এলাকার মানুষের চলাচল চরম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।ফলে কেউ অসুস্থ হলে বা মারা গেলে বাড়ীথেকে বেড় করতে পারছে না তারা। অভিলম্বে রাস্তাটি খোলে দেওয়ার দাবী জানান তারা।
এ বিষয়ে আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা সরকারী রাস্তা না পারিবারিক রাস্তা। তাদের বের হওয়ার জন্য বিকল্প রাস্তা আছে। এ বিষয়ে উদ্ধতন কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।