নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২ আগস্ট বুধবার দুপুরে এ ঘটনায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন। গ্রেফতারকৃতরা হচ্ছে- নয়ন, রিফাত মিয়া, জুয়েল হোসেন, রবিন, কালু শেখ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার এর তত্ত্বাবধানে এস আই এম নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নির্মানাধীন মৌলভী তোফাজ্জল হোসেন হাসপাতালের সামনের ফাঁকা রাস্তায় একটি ট্রাকে অবস্থান করছিল তারা। তাদের কাছ থেকে ২টি চাঁপাতি ও ৩টি চাঁকু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জনের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে।