গতকাল ছিল ১২ ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে নরসিংদী সার্কিট হাউস প্রঙ্গন হতে জেলা শিল্পকলা প্রঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেন।র্যালি শেষে জেলা শিল্পকলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচলাক মৌসুমী সরকার রাখী এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, সেক্টর কমান্ডারস্ ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীরী সংগঠনের প্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগন প্রমুখ।এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিকেলে জেলার মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়।