যশোরের চৌগাছায় খালা বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে আশারন খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে ওই গ্রামের স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে চৌগাছা হাসপাতালে জানান পিতা জাহাঙ্গীর হোসেন।
সোমবার দুপুর ১ টার পর বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের খালু চঞ্চলের ভাই রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে তার ভাই চঞ্চলের ভাইরার মেয়ে আশারন তার ভাইয়ের বাড়ি বেড়াতে আসে। সোমবার ১টার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচিরের উপরে বসে ছিল। এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে সে প্রাচিরের উপর থেকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের রেজিষ্টার অনুযায়ী ১.৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।