যশোরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ মামলার ৭জন গ্রেফতারসহ আলামত উদ্ধার করেছে ডিবি পুলিশ। গত বুধবার ২০ মার্চ যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য হারুন অর রশিদ (৩৩), (২) পিয়াস হাসান (২৪), (৩) ইশতিয়াক আহম্মেদ (২৪), (৪) রাশেদ হাওলাদার (২৮), (৫) সোহেল আহম্মেদ বাবু (৩২), (৬) উজ্জ্বল হোসেন (৩০), (৭) হাফিজুর রহমান (৩২) দের গ্রেফতার করা হয়েছে এবং তাদের দখল হতে চাঁদা আদায়ের নগদ ২,৫০,০০০/= টাকা উদ্ধারপূর্বক একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীরা সংঘবদ্ধ অপহরনকারী চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন যাবত এই পেশায় জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়। আটকৃত আসামিদের পরিচয় ১। হারুন অর রশিদ (৩৩), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-তেঘুরিহুদা গাজীর বাজার, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ (২) পিয়াস হাসান (২৪), পিতা- সেকেন্দার আলী, সাং-টেংরালী মাঝেরপাড়া, থানা- শার্শা,(৩) ইসতিয়াক আহম্মেদ (২৪), পিতামৃত- হোসেন মোহাম্মদ গফফার, সাং-জগদিসপুর, থানা- চৌগাছা,(৪) রাশেদ হাওলাদার (২৮), পিতা- হানিফ, সাং-খরকি বর্মনপাড়া, থানা- কোতয়ালী,(৫) সোহেল আহম্মেদ বাবু (৩২), পিতামৃত- আব্দুল মতলেব, সাং-নাভারন রেলবাজার, থানা-শার্শা,(৬) উজ্জল হোসেন (৩০), পিতা-মোঃ আবুল কাশেম,সাং- গোগা গাজীপাড়া, থানা-শার্শা,(৭) হাফিজুর রহমান (৩২), পিতা-মোঃ নুরুল আমিন, সাং-রাজগঞ্জ পুটখালী, বর্তমান ঠিকানা-বেনাপোল ৩নং ওয়ার্ড থানা- বেনাপোল পোর্ট, সব জেলা- যশোর।