বিএনপি ওয়েস্ট্রার্ন অস্ট্রেলিয়া এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও বন্যার্তদের সাহায্যার্থে তহবিল গঠন এবং দোয়া মাহফিল গত ৭ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় পার্থ এর ইড়ুধ ঈড়সসঁহরঃু ঈবহঃৎব এ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা মো: কামাল হোসেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন যথাক্রমে ড. মোয়াজ্জেম হোসেন ও এম ফয়সাল আল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক জনাব ডা: এ জেড এম জাহিদ হোসেন। জনাব জাহিদ তার বক্তব্যে বাংলাদেশের অপ্রত্যাশিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্যে ওয়েস্ট্রার্ন অস্ট্রেলিয়ার বিএনপির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। জনাব রিজভী পতিত স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাতের জন্য দীর্ঘ ১৬ বৎসরের সংগ্রামে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, পঙ্গুত্ত্ব বরণ করেছেন, লক্ষ লক্ষ গায়েবী মামলা মোকদ্দমা মোকাবেলা করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিনা দোষে দীর্ঘদিন কারাবরণ করেছেন বিনা চিকিৎসায় তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ও ফ্যসিবাদের সাথে কোন প্রকার আপোস করেননি। আগামী দিনে দেশে গণতন্ত্র বিনির্মানে আপনাদের সক্রিয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে। বাংলাদেশের এই দূর্যোগ মূহ’র্তে আপনারা অষ্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দ) যেভাবে পাশে দাড়িয়েছেন আপনাদের কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক। তিনি বিগত আন্দোলনে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ার সকল প্রদেশের নেতৃবৃন্দসহ বিশেষ করে ওয়েস্ট্রার্ন অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। বিশেষ আতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জনাব অমি ফেরদৌস। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (ভিক্টোরিয়া মেলবোর্ন) প্রতিনিধি ওমর শরীফ সিহান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পার্থ এর আরমাডেল মসজিদ এর ঈমাম শেখ আব্দুর রহমান। এছাড়াও ওয়েস্ট্রান অস্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, শাহ আলম, ড: রুহুল কবির, ড: আবু সালেক , আবু সালেহ বুলবুল , জাহিদ হোসেন ও মামুন। এই প্রাণবন্ত অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মশিউল আজম বাপ্পি, বিএনপি নেতা জাহিদ খান, আব্দুর রশিদ, নির্ঝর। সাবেক ছাত্র নেতা এবং স্থানীয় বিএনপির মুরুব্বি সাইদুল হক মন্টু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও জুমের মাধ্যমে সয়যুক্ত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি ফাইজুর চৌধুরী (সিডনি), আরিফ আহমেদ খান (মেলবোর্ন), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি, খাদিজা জামান রূপমসহ অনেকে। সভাপতির বক্তব্যে জনাব কামাল হোসেন অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দ ও অতিথিদের কে স্বাগত জানান এবয় অনুষ্ঠানের সাফলতায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে নিজ নিজ জায়গা থেকে অসহায়দের সার্বিক সহযোগিতার করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।