ইজারা দিয়েই হাট বসত। সড়ক ও জনপথ বিভাগের জমিতে বিষয়টি প্রশানের নজরে আসলে ১ বৈশাখ ১৪৩১ তারিখ থেকে ইজারা থেকে বিরত থাকেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে সড়ক ও জনপথের জমিতে জোরপূর্বক হাট বসাতে চেষ্টা করছে একটি কুচক্রী মহল। এ ব্যাপারে স্থানীয় কিছু মহিলা ও জনসাধারণ নিয়ে বিক্ষোভ, মিছিল-সড়ক অবরোধ করছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটায়। জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাট এর কার্যক্রম ৩০ চৈত্র ১৪৩১ বাংলা তারিখে ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। এর পরেও জোর পূর্বকভাবে খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা গত ১৬ এপ্রিল ২০২৪ইং তারিখে জোরপূর্বক হাট বসিয়েছিল। এর পর আজ পর্যন্ত শালুয়াভিটায় কোন হাট বসেনি। সামনে ঈদÑউল আযহা। ঈদÑউল আযহাকে কেন্দ্র করে পশুর হাট বসাতে মরিয়া খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা। তারা বিভিন্ন দফতরে হাট বসানোর অনুমতি চেয়ে লিখিত আবেদনও করেছেন। কিন্তু সরকারি বিধি বিধান অমান্য করে সুষ্পষ্টভাবে আবেদনটি নাকজ করে দেন। এরপরেও অবৈধভাবে হাট বসাতে এলাকার মহিলা, কিছু জনসাধারণ দিয়ে শালুয়াভিটায় সোমবার বিক্ষোভ মিছিল করেছে। শুধু বিক্ষোভ মিছিল নয়, এমনকি সড়ক অবরোধের ঘটনাও ঘটিয়েছে। সড়ক অবরোধের কারণে শালুয়াভিটায় তীব্র যানজটের সৃষ্টি হয়।