সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের লিফট দ‘ুদিন ধরে নষ্ট। লিফট সচল না থাকায় বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। লিফট বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি, নারী, শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে গিয়ে দেখা যায়, দুটি লিফট থাকলেও চালু ছিল একটি। সেই চালু লিফটিও দুদিন ধরে বন্ধ রয়েছে। এতে কষ্ট করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে রোগী, স্বজন ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের। অনেক রোগীকে স্ট্রেচার বা কোলে করে নিতে হচ্ছে ওপরের তলায়। আব্দুল হান্নান নামের একজন বলেন, ‘আজ এক অসুস্থ স্বজনকে দেখতে হাসপাতালে গিয়ে দেখি লিফট নষ্ট। পরে কষ্ট করে পাঁচতলায় সিঁড়ি বেয়ে উঠলাম।’ রায়গঞ্জ উপজেলা থেকে আসা রোগীর স্বজন আবু বকর বলেন, ‘বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীকে নিয়ে এ-তোলা থেকে ও-তোলায় যেতে হয়েছে। লিফট বন্ধ থাকায় অনেক কষ্ট হয়েছে।’ এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, এটি দেখভাল করে গণপূর্ত বিভাগ। তারাও চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এটি চালু হবে। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান বলেন, আজ ঢাকা থেকে মালামাল ও টেকনিশিয়ান আনা হয়েছে। দু-একদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।