মাহে রমজানের পবিত্রতা ও রমজানকে স্বাগত জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মুসলিম জাতির ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। রমজান মাসটিকে মহান আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য বিশেষ রহমতও বরকতের মাস হিসেবে নাযিল করেছেন। বিধায় ইহকাল ও পরকালের কল্যাণে সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ ব্যক্তিদের পাশে থাকা উচিৎ। রমজান মাসের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সিটি মেয়র ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি একান্ত আহ্বান জানান। পবিত্র রমজান উপলক্ষে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। খুলনা সিটি মেয়র গতকাল মঙ্গলবার খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত গতকাল দুপুরে নগরীর স্যার ইকবাল রোডস্থ হোটেল আরাফাত চত্বরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে এ সমস্ত কথা বলেন। খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সংগঠনের সভাপতি আলহাজ্ব এ্যাড, আব্দুল মালেক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে রোটাঃ সুলতান হোসেন খান, সংগঠনের সধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুজিবর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোটাঃ আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এ সালাম, খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন খান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।