খুলনা রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আয়োজনে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছ। দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে। খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীর নেতৃত্বে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনার জেলা কমান্ড্যান্ট ও ৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ সাইফুদ্দিন। উক্ত দিবসটি উপলক্ষে খুলনা রেঞ্জ সদর দপ্তরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, যে সমস্ত অকুতোভয় সাহসী শহীদগণ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবন উৎসর্গ করে শহীদ হয়েছিলেন তাদের প্রতি জানাই প্রাণঢালা বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। তিনি আরও বলেন, বাঙালি জাতি আজম্মকাল তাদের স্মরণসহ উক্ত শহীদদের নাম বাংলার ইতিহাসের পাতায় আজীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। পাশাপাশি তিনি আরও বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের রুহের মাগফেরাত কামনা করি। উক্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে খুলনা আনসার ও ভিডিপি’র রেঞ্জ কার্যালয়ের মসজিদে আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন, ৩ আনসার ব্যাটালিয়ানে পরিচালক মোঃ মোল্লা আবু সাইদ, সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সরকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিরাজুল ইসলা, গণসংযোগ সমন্বয়কারী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনসহ খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।