খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও খুলনা অনলাইন শপিং এর যৌথ আয়োজনে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শেষ হয়েছে। উক্ত বসন্ত বরণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপি এম (বার) পিপিএম -সেবা। এ সময়ে প্রধান অতিথি কেএমপি’র কমিশনার তার বক্তৃতায় বলেন, বসন্ত বরণ উৎসব বাঙালি জাতির একটি চিরাচরিত ঐতিহ্য। সেই ঐতিহ্যকে আমাদের ধারণ করার পাশাপাশি উক্ত বসন্ত বরণ উৎসবের ধারাবাহিকতার ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, বসন্ত বরণের উক্ত আয়োজকদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। উল্লেখ্য খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত ৩ দিনব্যাপী বসন্ত মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্বনামধন্য ৮৫টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ গ্রহণ করে। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় উক্ত বসন্ত মেলার সমাপনী অনুষ্ঠানে এ সময়ে আরও বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও খুলনা অনলাইন শপিং এর উদ্যোক্তা ফাতেমা আফরোজ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য দিলীপ কুমার বর্মণ, কলিন হোসেন আরজুসহ খুলনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও খুলনা অনলাইন শপিং এর বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন।