খুলনার শীতকালীন উপ- ঞ্চলিক ক্রীড়ার ৫২তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় গত মঙ্গলবা। খুলনার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে প্রধান অতিথি মোঃ হেলাল মাহমুদ শরীফ তিনি তার বক্তৃতায় বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খোলাধুলায় অংশ গ্রহণ প্রত্যক্ষভাবে অত্যন্ত জরুরী। প্রতিদিন খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকাসহ শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ ও নিয়মনীতি গঠিত হয়। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়। ক্রিকেটে আমাদের দেশের খেলোয়াড়রা ভালো ভালো অবস্থানে রয়েছে। একজন ক্রীড়াবিদ হতে হলে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে শিক্ষার্থীরা। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে ভালো ক্রীড়াবিদ তৈরি হবে বলে খুলনার বিভাগীয় কমিশনার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে খুলনার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দুলালী দাস। উল্লেখ্য উক্ত উপ – আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে খুলনার ১০টি জেলার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ সময়ে খুলনা জেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খুলনা অঞ্চল উক্ত উপ – আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে।