খুলনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোপাডিকো’র ২১তম বার্ষিক সাধারণ সভা গতকাল ওজোপাডিকো’র খুলানার সদর দপ্তরস্থ বিদ্যুৎ ভবনের সংলাপ-১ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান,বিপিএএ। এ সময়ে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে ওজোপাডিকো’র সার্বিক কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশসহ গ্রীষ্ম ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাধারণ সভায় উপস্থিত সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কর্মকর্তাদের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানান। প্রধান অতিথি আরোও বলেন, সততা ও নিষ্ঠার সাথে গ্রাহকের দোরগোড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া আমাদের একমাত্র নৈতিক দায়িত্ব। উক্ত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) এর প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান। ওজোপাডিকো’র চেয়ারম্যান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এস এম এনামুল কবিরের সভাপতিত্বে উক্ত ২১তম বার্ষিক সাধারণ সভায় এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ এ, এইচ, এম মহিউদ্দিন। সাধারণ সভাটি পরিচালনা করেন ওজোপাডিকো’র কোম্পানি সচিব (অ,দা,) মোহাম্মদ নাজমুল হুদা। এছাড়াও উক্ত সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডারগণ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত সাধারণ সভায় এ সময়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাধারণ সভা শেষে পরবর্তীতে অতিথিগণ ওজোপাডিকো’র তত্ত্বাবধায়নে খুলানাস্থ শিল্পকলা একাডেমি ভবণে আয়োজিত পিঠা উৎসবে অংশ গ্রহণসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।