কেএমপি’র অধীনস্থ খুলনা থানার একটি চৌকস টিমের অভিযানে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামীকে গতকাল গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর ২০১৬ সালে খুলনা থানাধীন ৪১ চানমারী বাজার মসজিদ গলির সড়কের মোহসিন এর বাড়ীর ভাড়াটিয়া। স্বামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩) কর্তৃক স্ত্রী খুন হয়। পরবর্তীতে উক্ত স্ত্রী হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসে (৩৬) পিতা- মৃত মজিদ শেখ, এপি সাং-মতিয়াখালী ৩য় গলি কবির এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- লবণচরা, জেলা-খুলনা বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫ তারিখ-২৩/১২/২০১৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড নং ১৮৬০। প্রকাশ থাকে যে উক্ত মামলার পর থেকে স্ত্রী হত্যা মামলার আসামি মোঃ মনিরুজ্জামান বাবু যাবজ্জীবনপ্রাপ্ত দন্ডের আসামি হয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে। এরই পরিপ্রেক্ষিতে উক্ত মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আশরাফুল আলম তদন্ত শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩) পিতা- মোঃ মোফাজ্জেল হোসেন খান, সাং-২০নং ডাঃ আলতাফ হোসেন লেন, চাঁনমারী, থানা ও জেলা-খুলনার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি অভিযোগপত্র দায়ের করেন যার নং- ১৬৭। এরই পরিপ্রেক্ষিতে খুলনা মহানগরীর বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবুকে যাবজ্জীবন দন্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ মহানগর দায়রা জজ । অবশেষে উক্ত আসামীকে কেএমপি’র আওতাধীন খুলনা থানার একটি চৌকস টিমের অভিযানে স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবনদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে খুলনা থানধীন রুপসা চাঁনমারী বাজার এলাকা হতে আসামি মোঃ মনিরুজ্জামান বাবুকে গ্রেফতার করার পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উক্ত পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত দন্ডের স্ত্রী হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পর ভিকটিমের পরিবার কেএমপি’র আওতাধীন খুলনা থানার পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।