হাইকোর্টের আদেশেস্বতন্ত্র প্রার্থী মুহিব প্রার্থিতা ফিরে পেলেন। সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী- বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের একটি আইনকে চ্যালেঞ্জ করে ছিলেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র । স্বপদে বহাল থেকে দ্বাদশ জাতীয় নির্বাচন করতে হাইকোর্টে রিট করলে রবিবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। মুহিব প্রার্থীতা ফিরে পাওয়ায় সিলেট-২ আসনে এখন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এর আগে, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। পরে প্রার্থীরা ফিরে পেতে ইলেকশন কমিশনে গত ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি। এরপর প্রার্থিতা ফিরে পতে হাইর্কোটের দ্বরস্থ হন মেয়র মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম’র যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই আজ রবিবার রিটের আদেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান রবিবার দুপুরে দৈনিক নবচেতনা কে বলেন, নির্বাচন কমিশনের এই আইনটি ভুল ছিলো যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিলো বহু বছর ধরে এই আইনটি ভুল প্রয়োগ করা হয়েছে। মুহিব বলেন এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে অন্তত ৬১ জনের মতো যারা বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি চলমান দায়িত্ব থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন। আলহামদুল্লিাহ- আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। মহামান্য আদলতের প্রতি কৃতজ্ঞতা। জানতাম- আমি আমার অধিকার ও সুবিচার পাবো। আমি মহামান্য আদালতের কাছে সুবিচার পেয়েছি। যারা পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এক প্রশ্নের জবাবে তাদের উদ্যেশ্যে মুহিব বলেন ভবিষ্যতে আদালতের মাধ্যমে স্বপদে ফিরে যেতে আমার রিটের স্বপক্ষে মহামান্য আদালতের আদেশটি একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। তিনি আরো বলেন বলেন নির্বাচনে প্রার্থীদের মোট ভোটের এক শতাংশ ভোটারের স্বাক্ষরকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেন মুহিব তিনি বলেন নির্বাচনের আগে আমি মহামান্য হাইকোর্টে নির্বাচন কমিশনের এই আইনটির বিরুদ্ধে রিট করব । প্রতীক প্রসঙ্গে তিনি বলেন আশা করছি- সব ঠিক থাকলে আগামীকাল (সোমবার) প্রতীক বরাদ্দ পাবো। আমি ট্রাক প্রতীক চেয়েছি। ট্রাক আমার পছন্দের প্রতীক।