নরসিংদীতে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে নদীতে বেশে উঠছে মরামাছ দৈনিক নবচেতনায় সংবাদ প্রকাশের পর টনক লরছে কর্তৃপক্ষের।পরিবেশ দূষণের দায়ে জেলায় দুইটি শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার(১৯ জুলাই) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়ে দুটির শিল্প প্রতিষ্ঠান বিরুদ্ধে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করে। পরিবেষ দূষন অভিযান পরিচালনার কালে অন্য সময়ে প্রথম সারী গনমাধ্যমকে অবগত করলেও এ অভিযানে তেমনটি লক্ষ করা যায়নি।ফলে প্রথম সারী গনমাধ্যম ছাড়াই অভিযান পরিচালনা করেনে মনিটরিং টিম।পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটিরং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনু নরসিংদী জেলায় এ অভিযান পরিচালনা করেন।অভিযানের ক্যাপিটাল বোর্ড মিলস লিঃ, সান্তানপাড়া, পলাশ, নরসিংদী ও কুমিল্লা ডাইং এন্ড প্রিন্টিং মিল্স(নতুন নাম পারিজাত টেক্সটাইল), বাগহাটা, নরসিংদী সদর, নরসিংদী এই দুটি প্রতিষ্ঠান।তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে নির্গমণের দায়ে এই দুই প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানে পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী ১ ও ২, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী(পুলিশ সদস্য) সার্বিক সহযোগিতা করেন। এসময়ে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।