সিরাজগঞ্জে বন্যায় ৮৭২ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নিমজ্জিত হয়েছে। এতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চলতি বছর দেরিতে বন্যার ফলে নদী তীরবর্তী চরের কৃষকরা ধান, আখ, মরিচসহ বিভিন্ন সবজি চাষ করেছিল। লাভের আশা করলেও বন্যায় ফসলের ক্ষতিসাধনের ফলে তাদেরকে উদ্বিগ্ন দেখা গেছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, বন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪৫০ হেক্টর ও কাজিপুরে ৪২২ হেক্টর জমির ফসলের ক্ষতিসাধন হয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের কৃষক আব্দুর রহমান জানান, বন্যার পানি না আসায় আমরা জমিতে রোপা আমন ও মরিচ লাগিয়ে ছিলাম। কিন্তু বন্যা এসে সব ফসল নিমজ্জিত হয়েছে। এতে সবজি ও মরিচের ক্ষতির আশঙ্কা করছি। কারণ মরিচ ও সবজি পানিতে পচে নষ্ট হবে। তবে ২-৩ দিনের মধ্যে পানি নেমে গেলে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হবে না বলে জানান তিনি। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, সোমবার থেকে জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। ২-৩ দিনের মধ্যে পানি কমলে ফসলের কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবুও ক্ষতিপ্রাপ্ত ফসলের জমি ও কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি প্রণোদনা পেলে তাদের মধ্যে বিতরণ করা হবে।