ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে এখন বানরের সংখ্যা চার শতাধিক। কিন্তু বনে নেই খাদ্যের জোগান। তাদের জন্য বন বিভাগ কিছু ফলের গাছ লাগালেও এখন সেগুলো নেই। তাই খাদ্যের সংকটে ধুঁকছে বানরগুলো। দর্শনার্থীরাই এখন তাদের ক্ষুধা মেটাতে অন্যতম উৎস। বন কর্মকর্তাদের দাবি, নিয়মিত পর্যাপ্ত খাদ্য সরবরাহ করছেন তারা কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। স্থানীয়রা জানান, স্বাধীনতা-পরবর্তী সময়ে এই বনাঞ্চলে হরিণ, ভাল্লুক, মেছোবাঘ, বাঘডাশা, শিয়াল, খরগোশ ও বানরসহ নানা প্রজাতির বন্য প্রাণীর অবাধ বিচরণ ছিল। কিন্তু বনদস্যুরা অবাধে গাছ কাটায় বানর ব্যতীত হারিয়ে যায় অন্য সব বন্য প্রাণী। অন্তত ২৫ বছর ধরে অন্য প্রাণীদের সেখানে দেখা যাচ্ছে না। এরই মধ্যে বানরগুলোও পড়েছে খাদ্যসংকটে। খাবারের খোঁজে মাঝেমধ্যেই তারা বনাঞ্চল ছেড়ে চলে আসে লোকালয়ে। তাই সরকারিভাবে তদারকি বাড়ানো না হলে বানরগুলোও একসময় বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, বনাঞ্চলের ভেতরে বিট অফিসের কাছেই ছয়টি ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানের আশপাশে দলবেঁধে বানরগুলো খাবারের খোঁজ করছে৷ কয়েকটি বানর আবার গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াচ্ছে আর দর্শনার্থীদের দেখামাত্র ছুটে বন থেকে বেরিয়ে আসছে। অনেক দর্শনার্থী দোকান থেকে কলা, মুড়ি, বাদাম, চানাচুর, বিস্কুটসহ নানা ধরনের খাবার কিনে বানরগুলোকে দিচ্ছেন। ক্ষুধার্ত বানরগুলো দর্শনার্থীদের মাথা ও কাঁধে উঠে খাবার নিয়ে যাচ্ছে। বানরগুলোকে বাদাম দেয়ার সময় কথা হয় ফয়সাল আহমেদ নামে এক দর্শনার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘জামালপুর থেকে দুই বন্ধু কাজে ময়মনসিংহে এসেছিলাম। এ সুযোগে এখানে ঘুরতে আসা। বনাঞ্চলের সৌন্দর্য বাড়িয়েছে এসব বানর। কাঁধে উঠে খাবার নেয় কিন্তু কামড় বা আঁচড় দেয় না। দেখে মনে হয় খাদ্যের অভাবে ধুঁকছে এগুলো।’ দর্শনার্থী ফারজানা বেগম বলেন, ‘ময়মনসিংহের ভাটিকাশর এলাকা থেকে সপরিবারে এসেছি। ভাঙ্গাচোরা সড়ক দিয়ে আসতে কিছুটা বিড়ম্বনা হলেও বনাঞ্চলে বানরের হইচই দেখে ভালো লাগছে।’ স্থানীয় স্বপন মিয়া জানান, বন বিভাগ বানরগুলোর তদারকি করে। এদের খাবারের জন্যও আলাদা বরাদ্দ রয়েছে, তবে তা অপ্রতুল। খাবার সীমিত হওয়ায় বাড়তি খাদ্যের জন্য দিগ্বিদিক ছুটে বেড়ায় বানরগুলো। ফলদ গাছ না থাকায় খাবার জোটে খুবই কম, দর্শনার্থী এক দিন না আসলে কষ্টে দিন কাটে এদের। এ কারণে দর্শনার্থী দেখলে খাবারের আশায় বন থেকে দল বেঁধে ছুটে আসে। বনের বানর কাউকে কামড় না দেয়ায় এরা ‘সামাজিক বানর’ হিসেবে পরিচিত। তিনি আরও জানান, বন কর্মকর্তারা বানরদের জন্য কিছু ফলের গাছ লাগিয়েছিল। তবে সেগুলো এখন আর নেই। পাশে ব্যক্তিমালিকানাধীন অনেক জায়গাজুড়ে আনারসের চাষ হলেও সেখানে বানর গেলেই তাড়িয়ে দেয়া হয়। বর্তমানে খাদ্যের অভাবে অনেক বানর রোগাক্রান্ত হয়েছে। অনেক বানর আবার ক্ষুধায় লোকালয়ে ছুটে যায়, তখন মানুষ এদের লাঠি, দা দিয়ে আঘাত করে। বন বিভাগ থেকে খাদ্যের পর্যাপ্ত জোগান দিতে না পারলে বানরগুলোর স্বাস্থ্যঝুঁকিসহ বিলুপ্তির আশঙ্কা রয়েছে। বন এলাকায় ভ্রাম্যমাণ দোকানদার হানিফ মিয়া বলেন, ‘বানরগুলো আছে দেখেই পরিবারের ভরণপোষণ করতে পারছি। দর্শনার্থীরাই এদের ভরসা। প্রতিদিন বাদামসহ বিভিন্ন খাদ্য বেচে ৪০০ টাকার মতো লাভ করতে পারি। বানরগুলো বনাঞ্চল ছেড়ে চলে গেলে আমাদেরও চলে যেতে হবে।’ সন্তোষপুর বনের বিট কর্মকর্তা মো. রউফ মিঞা বলেন, ‘২ হাজার ২৭৭ একর জায়গাজুড়ে শালবনের সব জায়গায় বানর ঘোরাফেরা করে না৷ বিট অফিসের আশপাশের গাছগুলোতে বেশি থাকে, কারণ এদিক দিয়েই দর্শনার্থীরা প্রবেশ করেন।’ তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ ও ভিজিডির চাল দেয়ার সময় বানরের খাবারের জন্য কিছু দেয়া হয়, সেগুলোই বানরদের খেতে দিই। আমরাও চাল কিনে সারা বছরই বানরদের দিচ্ছি। পানি খাওয়ার জন্য হাউস করে দিয়েছি। ‘চাল ছাড়াও এরা ফল পছন্দ করে। এ জন্য বিভিন্ন ধরনের ফলের চারা লাগানোর পরিকল্পনা চলছে।’ আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা ইয়াছমিন বলেন, ‘পর্যাপ্ত খাবার না থাকার কারণে দর্শনার্থীদের হাত থেকে বানর খাবার নিচ্ছে। এতে রোগাক্রান্ত বানর থেকে যেকোনো রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। এজন্য বনের ভেতর পর্যাপ্ত ফলদ গাছ লাগানো প্রয়োজন। বন বিভাগের উদাসীনতার কারণেই বানরগুলো খাদ্যসংকটে পড়েছে।’ এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুত বলেন, ‘আমরা প্রতিবছর কিছু কিছু ফলদ গাছ লাগাচ্ছি। আগামীতে পর্যাপ্ত গাছ লাগানো হবে। এতে বনাঞ্চলেই থাকবে এসব প্রাণী।