জামালপুর জেলার মেলান্দহের উপজেলার ফুলকোচা ইউনিয়নের কোনা মালঞ্চ গ্রামে পূর্ব শত্রুতার জেরে ধরে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারধোরসহ টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেলান্দহ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ভোক্তা ভোগীর ছেলে মোঃ নাজির হোসেন সবুজ। মামলার বাদী তার মামলার এজাহারে অভিযোগ করেন গত ২৯ জুন রাত সাড়ে সাতটার দিকে মেলান্দহ থানাধীন কোনা মালঞ্চ গ্রামের বাসিন্দা একই এলাকার প্রতিপক্ষ মৃত অছিম উদ্দিন আকন্দের ছেলে মোঃ আব্দুল বারেক হোসেন কালু(৪০)সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন দেশীয় ধারালো অস্ত্র দা, লাঠি, লোহার রড,ফালা ইত্যাদি অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার পিতা মোঃ সামিউল হক(৬০) এর পথরোধ করে এবং আমার পিতাকে এলোপাথারি ভাবে চর,থাপ্পড়, কিল,ঘুষি ও লাঠি দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট ফুলা জখম করে এবং আসামীগণ আমার পিতার সঙ্গে থাকা ব্যাগে রক্ষিত নগদ টাকা ছিনিয়ে নেয়। আমার পিতার ডাক চিৎকার আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামিগণ আমার পিতাকে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদর্শন করে চলে যায়। ঘটনার পর আমি ও আমার লোকজন আমার পিতাকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে আমি বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছি যাহার মামলা নং ০৩ তারিখ ০৩/০৭/২৩ইং ধারা১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ দঃ বিঃ রুজু করা হয়েছে। এ বিষয়ে মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, মামলা নেওয়া হয়েছে আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।