জামালপুরের সদর উপজেলার এক যুদ্ধ অপরাধী মামলায় আট বছরের পলাতক আসামি মো.বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে (৮০)কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যলয়ের সভা কক্ষে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। প্রেস রিলিজ সুত্রে জানা গেছে , জামালপুর জেলার পুলিশ সুপার মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ দিক নির্দেশনায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও এনামুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহয়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার পরোয়ানভুক্ত পলাতক আসামিকে গত ২২ জুন সকাল ৮ঘটিকায় উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, গত ২০১৫ সালের এপ্রিল মাসের তারিখে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে মুক্তাগাছা থানা আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের করেন পরে ওই ডিসেম্বর মাসের ৯তারিখে বিজ্ঞ আদালত গ্রেফতার পরোয়ানা জারি করেন। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। প্রেস বিফিং এর সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, জামালপুর জেলা পুলিশের (ডিএসবির) ডি আইও -১ এম,এম ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।