কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বাজেট নিয়ে বলেছেন, এই বাজেটে জনবান্ধব কিছু নেই, আছে আইএমএফ এর শর্ত ও ক্ষমতাসীনদের লুটপাটের জন্য ঋন নির্ভর ডাউস আকারের বাজেট দিয়েছে অর্থমন্ত্রী। লুটপাটের এই বাজেট সাধারন মানুষের কোন উপকারে আসবেনা। এই বাজেট পাশ হলে দ্রব্যমুল্যের দাম বেড়ে আরো অসহনীয় পর্যায়ে পৌছবে। নিন্মবিত্ত,নিন্ম মধ্যবিত্তরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে এই বাজেটে তা নেই। গণবিরোধী এই বাজেট দেশের মানুষ প্রত্যাক্ষান করবে। শুক্রবার দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আরেক পাতানো নির্বাচনের নীল নকশায় এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবেনা,দলীয় নয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হতে হবে। এবারও পাতানো নির্বাচনের আয়োজনের চেষ্টা করা হলে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে জানান এই বিএনপি নেতা। জামালপুর জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সহ-সভাপতি মাহমুদা নবাব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি প্রমুখ। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।