বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি ফরিদপুর জেলা শাখা আয়োজনে ৩১ মে শহরের মেজবান কমিউনিটি সেন্টারে ফরিদপুর জেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক ও ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: মাজহারুল আলম চঞ্চল । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার ঔষধ প্রশাসন (ড্রাগ সুপার) এর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা। তিনি তার বক্তব্যে জেলার কেমিস্টদের উদ্দেশ্যে বলেন, আপনারা নকল, ভেজাল, স্যাম্পল ব্যবসা ও ডাক্তারের প্রেসক্রিপশন টেম্পারিং থেকে বিরত থাকুন অন্যথায় জেল জরিমানা সম্মুখীন হবেন।
ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির পরিবেশ সৃষ্টির জন্য জনসচেতনতা সৃষ্টি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাম্প্রতিক সমিতির কড়া মনিটরিং এর কারনে নকল ভেজাল, স্যাম্পল,অবৈধ ফুড সাপ্লিমেন্ট ঔষধ বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে বক্তারা দাবী করেন। তারা বলেন, ফরিদপুর জেলার ঔষধ ব্যবসায়ীরা এখন ঐক্যবদ্ধ, তাদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে কোন লাভ হবে না। যারা অপপ্রচার করছেন তাদের বৈধতা কি তা খুজে বের করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিসিডিএস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন রনি, ফরিদপুর সুপার মার্কেট ইউনিট কমিটির সভাপতি ফরিদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য জনাব কামরুল হাসান চৌধুরী, ফরিদপুর মুজিব সড়ক ইউনিট কমিটির সভাপতি খন্দকার বদিউজ্জামান পলাশ, ভাঙ্গা উপজেলা বিসিডিএস এর সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া বিশ্বাস, সালথা উপজেলার সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সদরপুর উপজেলা প্রতিনিধি কাজী কামরুল হাসান মনির সদস্য ফরিদপুর জেলা শাখা, চরভদ্রাসন উপজেলা সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তুহিন, আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ, বোয়ালমারী উপজেলা সভাপতি মোহাম্মদ মাজেদ আলী প্রমুখ। সভায় প্রায় দু শতাধিক ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।