ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের তহশীল অফিসের রোডের মছলন্দপুর কালীতলার আতিয়ারের দোকানের পাশে রেকর্ডিও সরকারী খাল বে-দখল হয়ে যাস্থে । গড়ে তোলা হস্থে নিত্য নতুন দোকান পাট। প্রকাশ্যে এমন খাল দখলের উৎসব চলছে কেহ কিছু বলছে না সবাই নিরবতা পালন করছে। স্থানীয় সূত্র জানা যায়, গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় প্রভাবে মৃত বাবন শেখ এর ছেলে আতিয়ার রহমান তার দোকানগুলোর সাথে প্রকাশ্যে লোকজন নিয়ে পাশে খালের উপর আরেকটি দোকান বসায়। তার দেখাদেখি অন্যান্য ব্যবসায়ীরাও খালের মধ্যে মাচা দিয়ে দোকান পাঠ উঠালে ও খালপাড় ভরাট করে দোকান উঠালে সরকারী রেকর্ডিও খালটি পরোপুরি বে-দখল হয়ে যাবে । তাছাড়া এই ভাবে দেখাদেখি আরও অনেকে দোকানপাঠ উঠানোর ফন্দি আটবে। তবে আশে পাশে গ্রাম থেকে আসা বৃস্টির পানি ওঠা-নামার একমাত্র রেকর্ডিও খালটি বেদখল হয়ে গেলে এলাকার কৃষকরা শংকিত হয়ে পড়বে । আগামী বর্ষা মৌসুমে সমুহ জলাবদ্ধতার আশংকায় কৃষিজীবি পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়বে । গ্রামের কৃষিকাজের ও পথচলাচলের মানুষেরা অভিযোগ করে বলেন, খালটি এভাবে বে-দখল হওয়ায় পানি ওঠা-নামায় মারাত্মক বিঘ্নের সৃষ্টি হবে। তারা জলাবদ্ধতায় ফসল হানীর আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়বে। ভবিষ্যত কৃষির আবাদ ও ফসল রক্ষায় অবিলম্বে দখল উস্থেদ করত: খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখার দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা বলেন, মৌখিক অভিযোগ শুনেই লোক পাঠানো হয়েছে। যে করেই হউক অবৈধ দখল উস্থেদ করে রেকর্ডিও খাল রক্ষা করা হবে।