দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করায় অতি তীব্র তাপদহে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন। সোমবার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে কমেছে আদ্র্রতা। আকাশে মেঘ নেই ও বৃষ্টির কোনো পূর্বাভাসও দিতে পারছে না আবহাওয়া অফিস। এ পরিস্থিতিতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের পূর্বটেরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন ঈশ্বরদী সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসার প্রাক্তন মুহ্তামিম মাওলানা আব্দুল হান্নান। প্রায় তিন শতাধিক মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মাওলানা আব্দুল হান্নান তীব্র তাপদহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন। মুসল্লিরা বলেন, অতি তীব্র তাপদহে নাকাল হয়ে পড়েছি। গরমের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। সেজন্য সালাতুল ইস্তেখারা আদায় করলাম। আল্লাহ’র কাছে বৃষ্টি ও গরমের তীব্রতা নিরসনের জন্য দোয়া কামনা করেছি।