হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বনাঞ্চলের অবৈধভাবে কাঠ পাচারকালে ট্রাক ভর্তি গাছ উদ্ধার করছে বন-বিভাগ। শনিবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাক ভর্তি ৮৬ টুকরো চিকরাশি গাছ আটক করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য (তিন লক্ষ টাকা হবে । জানাগেছে একটি পাচারকারী চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে বনাঞ্চল থেকে চোরাইভাবে বিভিন্ন ধরনের বিলুপ্ত গাছগাছালির গাছ পাচার করে আসছে । বন-বিভাগের অভিযানেও থামছেনা গাছ পাচার। রেঞ্জার মাসুদুর রহমান সন্ধ্যা ৬ টায় এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পাচারকারী চক্র বনের গাছ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ গাছ জব্দ করা হয়। এসময় বনকর্মীদের উপস্থিতি টেরপেয়ে ট্রাক চালক পালিয়ে যায়। পরে বিকেলে আটকৃত ট্রাক ও গাছ জব্দ করে মামলা দায়ের করা হয়েছে এবং বনজ রক্ষায় অবৈধ গাছ পাচার রোধকল্পে ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।