জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আালাইপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলা মামলার আসামিরা জামিনে মুক্ত পেয়েই গত ১৬ এপ্রিল রোজ রবিবার ঐদিনই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মামলার বাদীপক্ষের পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদেরকে দা, লাঠি,লোহার রড ইত্যাদি ধারালো দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে মাথাসহ,শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং তাদেরকে চুলের মুঠি ধরে টানা,হেঁচড়া করে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি করে তাদের গলা থেকে স্বর্ণের চেইন অসৎ উদ্দেশ্য ছিনাইয়া নেয় মামলার আসামী প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা আবদুল খালেকের ছেলে আনোয়ার হোসেন (৩৪), মৃত জাফর মন্ডলের ছেলে সোলায়মান মিষ্টার আলী (৪২),মৃত তমেজ উদ্দিনের ছেলে হাসমত আলী (৪০), মনোয়ারা হোসেনের ছেলে রমযান আলী(২৫),মৃত ইসমাইলের ছেলে সেলিম (৪২),ও সমজ উদ্দিনের ছেলে খোকা মন্ডল (৩৪)ও মনোয়ার হোসেন (৪৭) গংরা এতে গুরুতর আহত হয় মামলার বাদীপক্ষের সাক্ষী সহিতন বেগম (৫৫) শরিফা বেগম(৪৫) সন্ধ্যাফুল বেগম (৪০)সহ ৩ জন। আহতদের ডাক চিৎকার কতিপয় লোকজন এসে উদ্ধার করে তাদেরকে প্রথমে ইসলামপুর উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ৩ জনকেই উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসা শেষে তাহারা নিজ বাড়িতে ফিরেছেন। তবে এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। বাদী অভিযোগ করে বলেন পূর্বের মামলায় জামিনে মুক্ত পেয়েই আমাদের উপর হামলা চালিয়েছে আনোয়ার হোসেন গংরা এই নিয়ে আমরা আতংকে আছি ওরা আমাদের কে হুমকি দিয়ে যাচ্ছে যে কোন মুহূর্তে তারা আমাদের উপর হামলা করতে পারে। আমরা প্রশাসনের কাছে সুবিচার দাবি করছি।