বোরো ধান পাকতে শুরু করেছে ১০-১৫ দিন আগ থেকে। ঈদের আগে আংশিক ধান কাটা পড়লেও রোজা, তীব্র দাবদাহের কারণে অধিকাংশ ধান এখনো মাঠে। কেউবা ধান কেটে ফেলে রেখেছেন, আবার অনেকে কাটতে না পেরে পাকা ধান রেখেছেন জমিতে। এরই মধ্যে এসে পড়েছে ঈদ। শ্রমিকদের অনেকে ঈদের আনন্দে গেছেন আত্মীয়স্বজনদের বাড়িতে। অনেক শ্রমিক পাড়ি জমিয়েছেন বিদেশে। এমন অব¯’ায় ধান কাটার চূড়ান্ত মুহূর্তে যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট। এদিকে ঈদের দিন (শনিবার) বিকেল থেকে আকাশে মেঘের আনাগোনা। আবহাওয়া দপ্তর থেকেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হ”েছ বারবার। কখন বৃষ্টি নামে এ আশঙ্কায় পাকা ধানে কাস্তে (কাঁচি) লাগাতে ভয় পা”েছন কৃষক। আবার বৃষ্টি নামলে কেটে রাখা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। বাড়তি দাম দিয়ে কাটা ধান বেঁধে যে ঘরে তুলবেন সেটিও পারছেন না শ্রমিক সংকটের জন্য। এলাকাভেদে ১হাজার টাকায়ও মিলছে না শ্রমিক। সবমিলিয়ে পাকা ধান নিয়ে এ অঞ্চলের চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেকে বেশি দাম দিয়ে অন্য এলাকা থেকে দক্ষ বা অদক্ষ যেমন পা”েছন শ্রমিক ভাড়া করে নি”েছন। বাড়তি টাকা পেয়ে ধান কাটা কাজে নেমে পড়ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। চালুয়াহাটি ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক বলেন, বোরো ধানে রোগবালাই তেমন দেখা যায়নি। ফলনও হয়েছে ভালো। কিছু ধান এরই মধ্যে কাটা পড়েছে। বাকি ধান ঠিকঠাক ঘরে তুলতে পারলে কৃষক লাভবান হবেন।