জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংঘবদ্ধ বহিরাগত পাসপোর্ট জালিয়াতি দালাল চক্রের ০৩ (তিন) সদস্য কে জামালপুর জেলার গোয়েন্দা পুলিশের অভিযানে পাসপোর্ট, জাল সীল, জাল নাগরিকত্ব সনদ পত্র ও বিপুল পরিমান নকল কাগজপত্র সহ গ্রেফতার করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ মাসুদ সিকদারের নেতৃত্তে একটি চৌকস গোয়েন্দা পুলিশ দল গত১৬ এপ্রিল রবিবার -জেলা আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের পার্শ্ববর্তী দুইটি দোকান হইতে সংঘবদ্ধ বহিরাগত পাসপোর্ট জালিয়াতি, দালাল চক্রের ০৩ (তিন) জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর শহরের ফকির বাড়ী কাচারীপাড়া গ্রামের আবদুল মান্নান এর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৮), সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল্লাহ সরকারের ছেলে মোঃ আরিফুজ্জামান (৩৫) ও বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে মোঃ সুমন মিয়া (৩৮) এরা তিনজনই জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমান নকল কাগজপত্র, পাসপোর্ট, জাল সীল ও জাল নাগরিকত্ব সনদপত্র সহ উদ্ধার করা হয়েছে। জালিয়াতি চক্রের বাকী অপর আসামীদের কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।