মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল (২৫) ও পশ্চিম বড়ধামাই গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহীন (২২)। নির্মাণাধীন ভবনের ঠিকাদার মো. লিয়াকত আলী বলেন, কয়েকদিন আগে ট্যাংকের নির্মাণ কাজ শেষ হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কামরুল ও শাহীন ট্যাংকিতে নেমে কাজ করতে চাইলে আমি বাঁধা দিয়ে অন্য কাজ করতে বলি। কিন্তু বাঁধা অমান্য করে একজন ট্যাংকিতে নামতে গিয়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অন্যজনও ট্যাংকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে থানায় ও ফায়ার সার্ভিসে ফোন দেই। কুলাউড়া ফায়ার সার্ভিসের টিম লিডার অংকুর রায় বলেন, জেনারেটরের মাধ্যমে পানি সেচ দিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর প্রায় ৮ ফুট গভীর ট্যাংক থেকে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত জাহান বলেন, দুপুর আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ট্যাংকের একটি মাত্র ছোট মুখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ থাকায় ভেতরে প্রচুর গ্যাস জমে বিষক্রিয়া তৈরি হয়। দু’জন ভেতরে প্রবেশ করায় অক্সিজেন শূন্যতায় এমন ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।