মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে মহাসড়কে পিকেটিং ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে রোববার সকালে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় অবস্থান করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তারা। এতে অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, যুগ্ম আহবায়ক শাওন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, কনকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ, তায়েফ আহমেদ প্রমুখ। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, সরকার পতনের একদফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবে। তিনি বলেন, এরই মধ্যে সরকার আন্দোলনের ভয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ছাত্রদলের অনেককে আটক করে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠিয়েছে। মামলা, হামলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন ও নির্দলীয় সরকারের আন্দোলন কিছুতেই দমাতে পারবে না। এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফায় তিনদিনের অবরোধ কর্মসূচির ১ম দিনের শুরুতে মৌলভীবাজার জেলা জুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শহরের রাস্তায় রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, টমটম চলাচল ও যাত্রীর সংখ্যাও কম। সকাল থেকে অন্যদিনের চাইতে সড়কে আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি ও পুলিশের টহল তৎপরতা রয়েছে।