ক্যাম্পাস প্রতিনিধি:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে বাংলা নববর্ষ ১৪৩০ পহেলা বৈশাখ আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষকে বরণ করে নিতে নানা আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১২ এপ্রিল) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোঃ মোতালিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ এপ্রিল শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ গান, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ র্যালিসহ নানা আয়োজন থাকছে এবারের অনুষ্ঠানমালায়। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর।
বিজ্ঞপ্তিতে, কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বর্ষবরণের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্যে বলা হয়।