রবিউল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
এপ্রিলের ৯তারিখ থেকে ঈদ-উল- ফিতর উপলক্ষে ১৯দিন ছুটিতে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এরই মধ্য গত বৃহস্পতিবার (৬এপ্রিল) থেকে শিকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ববি শিক্ষার্থীরা। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরতে শুরু করায় ৫০একরের কোলাহলপূর্ণ প্রাঙ্গন শূন্যতায় পরিণত হয়েছে।
সেই কোলাহল ব্যস্ততা জমজমাট পরিবেশ কমতে শুরু করেছে এখন শুধু শূন্যতা। ক্লান্ত দুপুরে প্রখর তাপে ক্লাস পরীক্ষার টেনশান ঈদের ছুটির এইকয়দিন আর নেই৷ ক্যাফেটেরিয়া আর হলের ডায়নিংয়ে শুনসান নিরবতা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের চপ্তরগুলোতে, আশেপাশের দোকানে, ভোলারোডে শিক্ষার্থীদের আড্ডা আর জটলা এখন আর নেই।
ময়মনসিংহ থেকে পড়তে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলামিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবসময় একটা চাপে থাকতে হয়। নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশান করতে হয়। এখন এই ছুটির কারণে এই চাপ থেকে কিছুটা মুক্ত। ঈদের ছুটিতে বাড়িতে এসে মা বাবা ভাই বোনের সাথে পরিবারের সকলের সাথে অনাবিল আনন্দময় সময় অতিবাহিত করছি।”
ফাঁকা হতে শুরু করেছে হলগুলোও:- বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছেন একে একে। বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজার আবাসিক শিক্ষার্থী থাকা চারটি হল এখন প্রায় জনশূন্যে । ছেলেদের দু’টি বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলের কয়েকটি কক্ষে গিয়ে দেখা যায় আট জনের রুমে দুই, তিন, চার জন করে অবস্থান করছেন। কথা হয় শেরে বাংলা হলের ৫০১১ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী আবুবকরের সাথে তিনি বলেন, ” আমাদের রুমে আট জনের মধ্য আমরা এখন আছি মাত্র চার জন। ঈদের ছুটি পেয়ে সবাই বাড়ি চলে যাচ্ছে আমিও বাড়িতে যাব পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়াটা আলাদা প্রশান্তি।”
বঙ্গবন্ধু হলের ৪০০৩ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী নয়ন হোসেন বলেন, ” দীর্ঘ প্রতীক্ষার পরে ঈদের ছুটিতে মায়ের কোলে ফেরার এক নৈসর্গিক আনন্দে হল ছাড়ছে শিক্ষার্থীরা, হল এখন প্রায় শূন্য।”
মেয়েদের হলদুটিও ফাঁকা হতে শুরু করেছে ৬ এপ্রিল থেকেই। শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ফারিহা (ছদ্মনাম) বলেন, সেই জানুয়ারীতে ক্যাম্পাসে এসেছিলাম গ্রামে শীতের ছুটি শেষ করে। সেই থেকে দিনগোনা ঈদের ছুটিতে বাড়ি যাব এখন সবায় বাড়ি যাচ্ছে আমিও পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বাড়ি ফেরা।”
শেরে বাংলা হলের ডায়নিং পরিচালক বিল্লালের সাথে কথা হলে জানান, এখন ডাইনিংয়ে বেচাকেনা তিনভাগের একভাগেরও কম হচ্ছে। শিক্ষার্থীরা সব ছুটিতে বাড়িতে গেছে। আমরা ডায়নিং চালু রাখব ১৮ তারিখ পর্যন্ত।”
উল্লেখ্য, প্রভোস্ট স্টান্ডিং কমিটির ২৬তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের ১৮এপ্রিলের মধ্য হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় চালু হবে।