ফরিদপুর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, বিচারপ্রত্যাশীদের যেন ন্যায়বিচার পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। মামলাজট নিরসনে আন্তরিক হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোনো একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। রবিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ সব কথা বলেন। তিনি বলেন, বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয় তাহলে আইনজীবীরা হবে বাম হাত। এ সময় তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমাণ মামলা ফাইল হয়েছে তার অনেকটাই নিষ্পত্তি হয়েছে, যাহা অত্যন্ত খুশির খবর। এ সময় সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে বিচারপতি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায় কুঞ্জ” প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন যার কাজ ইতোমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গেছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি ফরিদপুর বার ভবনের উন্নয়ন, ও জজকোর্ট থেকে ম্যাজিস্টেট কোর্টের মধ্যে যোগাযোগের জন্য ওভারব্রিজ নির্মানের যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর সিনিয়র জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোঃ আব্দুল হামিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত প্রমুখ। এরপর ফরিদপুর আদালত চত্বরে বৃক্ষ রোপণ ও বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায় কুঞ্জ” এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ অতিথিবৃন্দ। মতবিনিময় সভার পূর্ব ফরিদপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান বিচারপতি।