বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেল সংঘর্ষকে কেন্দ্র করে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সম্পাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মুঠফোনে ওসি গোলাম ছরোয়ার জানান, শনিবার ইফতারের পূর্ব মুহূর্তে কনস্টেবল গুদেব দায়িত্বপালন শেষে মোটরসাইকেল যোগে থানায় ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা সদরের বিএইচপি কেন্দ্রীয় মসজিদ এলাকায় তার মোটরসাইকেলের সাথে ছাত্রলীগের একটি বহরের সংঘর্ষ হয়। এতে আগৈলঝাড়া কনস্টেবল গুদেব এবং উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির বাইকের সামান্য আহত হয়। ক্ষুব্ধ হয়ে জাকির বাইকের সহযোগীরা গুদেবকে মারধর করে। তিনি পুলিশের কনস্টেবল পরিচয় দেয়ার পরও তাকে তারা মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জাকির বাইক, জিয়া ফরিয়া এবং জহিরুল বাইক নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।